বগুড়ার ধুনটে মোহনপুর ছাত্র সংঘের জমকালো আয়োজনে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে মোহনপুর উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ধুনট সদর ফুটবল একাদশ ১-০ গোলে গোসাইবাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ওহেদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান।
উদ্বোধনকালে তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসেল মাহমুদ, জুয়েল রানা, হাসান মাহমুদ অপুর্ব, রাতুল আহমেদ, মোহাম্মদ আলী, মেহেদী হাসান প্রমুখ।
