ডিসেম্বর ১, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ণ

রাবিতে ফ্যাসিবাদী শিক্ষকদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূর্চী

Oplus_16777216
Oplus_16777216

জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। 

সোমবার (১১ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে গণস্বাক্ষর কর্রসূর্চী অনুষ্ঠিত হয়।

এই সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি বলেন,ক্ষমতা লোভী স্বৈরাচারী হাসিনার দোসর সন্ত্রাসী ও গুন্ডা শিক্ষকদের আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে আমরা মার্চফর জাস্টি, মানববন্ধন এবং প্রতিবাদী মিছিল পালন করেছি। অথচ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সকল দোসর শিক্ষকদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি এখনো বরং প্রশাসন জুলাইয়ের মেন্ডেট নিয়ে সে আসনে বসলেও তারা আজোও পর্যন্ত সেই দোসরদের বিচারের ক্ষেত্রে নিরব ভূমিকা পালন করছে।আমার শহীদ ভাই ও বোনদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে এই প্রশাসন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে সকল ফ্যাসিবাদী শিক্ষকদের তালিকা প্রকাশ করেছি। আমরা চায় প্রশাসন সেই দোসরদের দূত বিচারের ব্যবস্হা করুক। আর আমাদের এই গণস্বাক্ষর কর্মসূর্চী প্রতিটা হলে এবং বিভাগে নেতাকর্মীরা যাবে শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে।

এই সময় আরো উপস্হিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাকিলুর রহমান সোহাগ, যুগ্ম -সাধারণ সম্পাদক এম এ তাহেরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print