বগুড়ার ধুনটে মনন সাহিত্য সংগঠনের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) ১০৬তম প্বাক্ষিক অধিবেশনে মোখলেছুর রহমান আরজুকে সভাপতি ও রাজিবুজ্জামান রাজিবকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি তপন কুমার দেব, যুগ্ম সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রহমতুল্লাহ কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং ড্যারিন পারভেজ, মীর এনামুল হক, ফরমান আলী বাবু, কারিমুুল হাসান, মোকছেদুল ফারুক, আপেল মাহমুদ ও রবিউল হাসান তুষারকে সদস্য করা হয়।
এসময় বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক ভাইস-প্রিন্সিপাল, কবি, লেখক প্রাবন্ধিক অধ্যাপক খৈয়াম কাদের, সাংবাদিক, কবি ও লেখক জিয়া উদ্দিন লিটন, কবি ও লেখক এম আর জামান, আমিনুল ইসলাম, আপেল মাহমুদ মানিক, কারিমুল হাসান ও শিমন রহমান। কবি ও সাহিত্য প্রেমী আসমাউল হুসনা, সিজানুর রহমান শফিকুল আলম, সাইফুুল ইসলামসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
