ডিসেম্বর ১, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ণ

রাবিতে যৌন হয়রানির অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

Oplus_16777216
Oplus_16777216

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে মানববন্ধন করে ভুক্তভোগীর বিভাগের শিক্ষার্থীরা।

এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা, নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি প্রদান, বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচারসহ ১১ দফা দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকার। তিনি পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এবং জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক।

মানববন্ধন চলাকালীন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাফিসা নাওয়াল নেহা বলেন, নারী শিক্ষার্থীরা যদি বিভাগের শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তাহলে সে আর কোথায় নিরাপদ থাকবে? আমরা যৌন নিপীড়নকারী শিক্ষকের বহিষ্কার চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা কেউ ঘটাতে না পারে।

শিক্ষার্থীদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. পাপিয়া সুলতানা বলেন, আজ আমি শিক্ষক হিসেবে লজ্জিত। এ ঘটনা আমাদের শিক্ষক সমাজের জন্য কাম্য নয়। আমার শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে। আমিও একজন নারী শিক্ষিকা, তারও আগে আমি একজন মা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও যেকোনো যৌক্তিক বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print