ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ণ

ধুনটে অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাবার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের

Oplus_16777216
Oplus_16777216

‎বগুড়ার ধুনটে ব্যাটারী চালিত অটোভ্যান উল্টে হাওয়া খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ‎এতে আহত হয়েছেন তিনজন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত হাওয়া খাতুন ধুনট সদর ইউনিয়নের পাকড়িহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওয়া খাতুন সোনাহাটা তার বাবার বাড়ি থেকে অসুস্থ মাকে নিয়ে একটি ব্যাটারী চালিত অটোভ্যানে চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে স্কুল পাশের রাস্তা দিয়ে একটি মোটরসাইকেল মেইন সড়কে উঠতে গেলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই হাওয়া খাতুনের মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ‎এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print