ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলী সোনারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২০ আগস্ট) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হয়রত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক, বিস্ফোরকসহ অর্ধডজন মামলা রয়েছে। সর্বশেষ শাজাহানপুর থানার মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪-এ তিনি এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

স্থানীয় সূত্র জানা গেছে, আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে তিনি দীর্ঘদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সিন্ডিকেট গড়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি থেকে মাটি কেটে বিক্রি করতেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, ‘চেয়ারম্যান হয়রত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print