ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিশাল র‍্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে এ কর্মসূচি শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হানুল হক রনির সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা মহিলা দলের সভাপতি মিনারা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ প্রমুখ।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, সহ-সভাপতি কাওসার আলম বাবু ও আবুল বাশার লিয়ন, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক জনি মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মিম ময়দানহাট্টা, বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা তাহাজ্জত, হাফিজ, রিপন, সাব্বির, সাদ্দাম, তৌহিদুল, ওমর ফারুক, ইনসান আলী, মিজানুর রহমান, আবু সদ্দার, পারভেজ, গোলাম, নজরুল, ফারুক, রফিকুল ইসলাম, আহসান হাবিব, মিঠু, শাহাদত, পারভেজ, হারুনুর রশিদ, লাজু মিয়া, আব্দুল আজিজ, উজ্জল হোসেন, ডাবলু মিয়া, সনি মিয়া, ইভা সুলতানা প্রমুখ।

আয়োজিত এ কর্মসূচিতে শতশত নেতাকর্মীর অংশগ্রহণে শিবগঞ্জ উপজেলা সদর হয়ে র‍্যালিটি প্রদক্ষিণ করলে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print