ডিগ্রী ইঞ্জিনিয়ার ও ডিগ্রী ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত শিক্ষার্থীদের অযৌক্তিক দাবীর প্রতিবাদে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (২৫ আগষ্ট) দুপুরে বগুড়া জেলা আইডিইবি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার যৌথ উদ্যোগে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপি প্রদান কালে বগুড়া জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ফজর আলী লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান এবং ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মোঃ নাফিউল ইসলাম, সদস্য সচিব প্রকৌশলী মোঃ আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইডিইবি বগুড়া জেলা শাখা সহ সভাপতি সৈয়দ সোহেল আহম্মেদ, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোছাঃ শ্যামলী আকতার, সমাজ কল্যান সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হিরু, সদস্য জিয়াউল হক, আইডিইবি টিটিসির সভাপতি মোঃ আহসান হাবীব, সাধারণ সম্পাদক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব মোস্তফা আহসান হাবীব, সরকারী বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিনিধি সহ প্রমূখ নেতৃবৃন্দ।
