অক্টোবর ১৬, ২০২৫ ৪:২৪ এএম

বগুড়ায় চুরি হওয়া মাল উদ্ধার, চোরাই মাল ক্রয় ও হেফাজতের অভিযোগে দুইজন আটক

Oplus_16777216
Oplus_16777216

রিতা এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান আর জে ইন্ডাস্ট্রিজ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। চোরাই মাল ক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে আটক করে মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার সারিয়াকান্দি কাঠালতলা এলাকার মো. মারুফ (১৯) এবং মালগ্রাম এলাকার মো. বেলাল (২২)।

এর আগে, শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আর জে ইন্ডাস্ট্রিজ থেকে গত ২২ আগস্ট দুপুরে চোরেরা দেয়াল টপকে প্রবেশ করে প্রায় ১ লাখ ২৮ হাজার টাকার পাইপ তৈরির গোরানি, বিভিন্ন মাপের নজেল ও ডাইস চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সুমন হোসেন বাদী হয়ে মামলা করেন।

মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানার হাড্ডিপট্টি এলাকার একটি দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার করে। এ সময় ওই দোকান থেকে চোরাই মাল ক্রয় ও হেফাজতের অভিযোগে দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print