ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ

জনগণের অধিকার আদায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে : জিএম সিরাজ

বিএনপির শক্তি জনগণের কাছে, আর জনগণের অধিকার আদায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান প্রধান অতিথি বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

গত বুধবার বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোহাম্মদ প্যারিস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, বিএনপি নেতা বদিজ্জামান, হেলাল উদ্দিন, জিএম মোস্তফা, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মোস্তাফিজুর রহমান নিলু, আফতাব উদ্দিন, কায়কোবাদ, আব্দুল ওহাব, ফেরদৌস হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাউছার মো: কলিন্স এবং ছাত্র নেতা শাহাদত হোসেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print