ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ণ

খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ; ৯ জনের বিরুদ্ধে মামলা

Oplus_16777216
Oplus_16777216

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল জব্দের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদি হয়ে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত রোববার ২৪ আগষ্ট উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এক ভ্যানচালকের বাড়ি থেকে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্য বিভাগ।

রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বলেন, ১৫টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল রোববার ডিলারদের মাধ্যমে বিতরণ করা হচ্ছিল। এরই মধ্যে বিকেলের দিকে গোপন সংবাদে জানতে পারি- উপজেলার ভবানীপুর গ্রামের ভ্যানচালক সিরাজুল ইসলামের বাড়িতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমান চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়ি থেকে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। কিন্তু ওই বাড়িতে কে চালগুলো রেখেছিল তা সাথে সাথে সনাক্ত করা যায়নি। পরে খোঁজখবর নিয়ে জড়িতদের সনাক্ত করে ৯ জনের নামে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছি। এছাড়া জব্দকৃত চালগুলো উপজেলা খাদ্যগুদামের হেফাজতে রাখা হয়েছে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদি হয়ে ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print