ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ

নন্দীগ্রামে ছাত্রদলের নিবেদিত প্রাণ নূরনবী

বগুড়ার নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী এখন তৃর্ণমুল পর্যায়ে আলোচনার আলোচিত নাম। 

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মাঝে সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন৷ অর্জন করেছেন অগণিত মানুষের ভালোবাসা। দলের নেতাকর্মীরা যেমন তাকে আস্থার প্রতীক মনে করছেন, তেমনি সাধারণ মানুষও তাকে তরুণ সামাজ সেবক হিসাবে দেখছেন।

ফ্যাসিস্ট সরকারের সময় থেকেই দলের জন্য সকল আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে কঠিন সময়ে যখন অনেক নেতা মাঠে সক্রিয় ছিলেন না, তখনও তিনি রাজনৈতির মাঠে থেকে ঘরবাড়ি ছেড়েছেন তবুও দল ছাড়েননি নূরনবী। হাসিনা সরকারের সময় ২টির অধিক মামলা খেয়েছেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে তাকে ৬৫ কারাগারে কাটাতে হয়েছে।

২০২৩ সালের ২২ ডিসেম্বর সাদা পোশাকে ডিবি তুলে নিয়েছিল। পরে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে গ্রেফতার দেখিয়ে ২য় দফায় কারাগারে পাঠায়, ২য় দফায় তিনি ৪৯ দিন কারাগারে থাকার পরে জামিনে মুক্তি পান

স্থানীয় নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে নূরনবী যে নেতৃত্ব দিয়েছেন। তা আমাদেরকে আরও সাহসী করে তুলেছে। তার পা ভাঙ্গা পরও সে রাজনীতির মাঠে সাহসী ভূমিকা পালন করেছে। এছাড়াও জুলাই আন্দোলনে তার ভূমিকা ভুলার মতো না।এখন তিনি শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড সক্রিয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান মনে করছেন, বিগত সময়ে নন্দীগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের ছাত্রদলের নিবেদিত প্রাণ নূরনবী। তার বিভিন্ন ছবি বা ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন সে দলের দুঃসময়ে তার ভাঙ্গা পা নিয়ে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে৷ এই নেতৃত্ব, ত্যাগ ও নিষ্ঠা যদি বজায় থাকলে, সে আগামী দিনে স্থানীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print