ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ণ

নুরুল হক নুরের হুঁশ ফিরেছে

Oplus_16777216
Oplus_16777216

রাজধানী কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের কিছুটা জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরুল হক নুর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

সেই সঙ্গে নাকে ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাক্স পরা অবস্থায় বেডে শুয়ে রয়েছেন নুর, এমন দুটি ছবিও পোস্ট করা হয়।

স্ট্যাটাসে লিখা হয়, ‘নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে, শুক্রবার রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print