ডিসেম্বর ১, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ

বগুড়ায় বাড়িতে লুটের পর হাত-পা বেঁধে নারীকে শ্বাসরোধে হত্যা 

বগুড়ার সারিয়াকান্দিতে বসতবাড়িতে লুটপাটের পর শাহিনুর বেগম (৪৭) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১১ টার দিকে উপজেলার গোয়ালবাথাম গ্রামে নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷

স্বজনরা জানান, প্রায় দশ বছর আগে স্বামী আমিনুলের সঙ্গে শাহিনুরের বিবাহ বিচ্ছেদ ঘটে। একমাত্র ছেলে আল আমিন বছর চারেক আগে সংসারের হাল ধরতে সৌদি আরব চলে যান। তখন থেকে বাড়িতে শাহিনুর একাই বসবাস করতেন৷ রোববার রাত ৮ টার পর প্রবাসে থাকা ছেলে আল আমিনের সঙ্গে মুঠোফোনে শাহিনুরের সর্বশেষ কথা হয়। সোমবার দিনভর মাকে মুঠোফোনে না পেয়ে আল আমিন বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা বাড়িতে এসে শাহিনুরের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্বজনদের দাবি, শাহিনুরকে হত্যার পর বাড়িতে থাকা নগদ অর্থ ও তার ব্যবহত মুঠোফোনটিও নিয়ে যায় দুর্বৃত্তরা।

বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে শ্বাসরোধে শাহিনুরকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সবগুলো দিক সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।

এরআগে গত ২১ আগস্ট রাতে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রাম ডাকাতির পর হাত-পা বেঁধে শ্বাসরোধে রাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print