ডিসেম্বর ১, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ণ

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ি উদ্ধার

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শাজাহানপুরে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রহিমাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন- পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে বিপ্লব কুমার দাস (৩৫) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের পরশ উল্লাহ সরকারের ছেলে মো. আলতাব হোসেন (৩৯)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্যামলী পরিবহনের একটি বাসের সামনের লাগেজ বক্স তল্লাশি করে একটি রেক্সিন কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে দুটি প্যাকেটে লাল পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print