সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:১৯ পিএম

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, মাদকসহ গ্রেপ্তার ২

বগুড়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে পিকআপ চালকসহ দুইজনকে হাতকড়া পরিয়ে মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার দুইজনকে শাজাহানপুর ও কাহালু থানায় হস্তান্তর করা হলে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত আসামি আবু তারেক (৩৬) শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার বিপুল আকন্দের ছেলে এবং মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার আজিজুল সরকার (৩৫) কাহালু উপজেলার মালঞ্চা অঘোর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গত ১২ আগস্ট ভোরে লক্ষাধিক টাকার ফার্নিচারভর্তি একটি পিকআপ কেরানীগঞ্জ থেকে গাইবান্ধা ও দিনাজপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে শাজাহানপুরের রহিমাবাদ বি-ব্লক এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক ওভারপাসের ওপর ডাকাতের কবলে পড়ে। তিনটি প্রাইভেটকারে ১৪ থেকে ১৫ জন সংঘবদ্ধ অপরাধীরা সেখানে অবস্থান নিয়ে পুলিশের ব্যবহৃত লাল সিগন্যাল দিয়ে পিকআপের গতিরোধ করে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে চালক আল আমিনকে হাতকড়া এবং হেলপারকে গামছা দিয়ে চোখ-হাত বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে বগুড়া সদরের দ্বিতীয় বাইপাসের ধনিয়াতলা এলাকায় ফেলে দেয়। পিকআপ ও মালামাল (ফার্নিচার) নিয়ে চলে যায় ডাকাতরা। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের হলে সংঘবদ্ধ চক্রে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার বগুড়া সদরের মহেশপুর বিসিক এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য আবু তারেককে গ্রেপ্তার করে র‍্যাব।

এরআগে মঙ্গলবার কাহালু উপজেলার রানীরহাট ও দুর্গাপুর সড়ক এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৮৫ গ্রাম গাঁজা এবং ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print