বগুড়ার ধুনটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনায় বিশাল এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুনের নেতৃত্বে একটি বিশাল র্যালি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপট্টি এসে সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে একেএম তৌহিদুল আলম মামুন বলেন, আমি দলের খারাপ সময়ে রাজপথে ছিলাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আমার দলের নেতাকর্মীদের ভালোবাসা ও বিশ্বাস থেকে কখনো এক পা পিছিয়ে যাইনি। শত জুলুম-নির্যাতনের মাঝেও রাজপথ ছেড়ে পিছু হটিনি। রাজনীতি করতে গিয়ে শতাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছি। কারাভোগও করেছি বহুবার। তবু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, সততা ও গণমানুষের স্বার্থে রাজনীতি করে চলেছি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক, যুগ্ম সাধারণ সাইফুল ইসলাম তালুকদার ভেটু তালুকদার সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, মৎস্যজীবীদল, তাঁতীদল, সমবায় দলসহ ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।