গত ৪ই সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে দেশে ফেরেন বগুড়ার গাবতলী উপজেলার কৃতি সন্তান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। দেশে ফেরার পর গাবতলীর কলাকোপা আজাদ মঞ্জিলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় ছাত্রদল নেতাকর্মীরা।
এই সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃত্ব দেন বালিয়াদিঘী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নোমান বাবু। তাঁর নেতৃত্বে ইউনিয়নের ৯টি ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। অনুষ্ঠানস্থলে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। ফুলের মালা, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে কলাকোপা আজাদ মঞ্জিল। নেতাকর্মীরা বলেন, সাবেক এমপি লালু শুধু দলের নেতা নন, তিনি বগুড়ার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, ত্যাগ আর দলীয় প্রতি আনুগত্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে।
সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। এ দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগ্রামী ভূমিকা রাখছে। আমি লন্ডনে থেকেও নিয়মিতভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দেশে ফিরে ছাত্রদলের এই ভালোবাসা আমাকে নতুন করে উদ্দীপিত করেছে। ছাত্রসমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাদের ঐক্যবদ্ধ ভূমিকা বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই। এজন্য ছাত্রদলসহ দলের অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক বালিয়াদিঘী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নোমান বাবু বলেন, আমরা গর্বিত যে আমাদের প্রিয় নেতা দেশে ফিরেছেন। তাঁর নেতৃত্বে আমরা নতুন উদ্যমে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নেব। ছাত্রদল সবসময় বিএনপির মূল শক্তি হয়ে কাজ করেছে, ভবিষ্যতেও করবে। গাবতলী উপজেলায় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির এক প্রভাবশালী নেতা হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিএনপি ও কৃষক দলের রাজনীতিতে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে ছিলেন। তাঁর প্রত্যাবর্তনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
লন্ডন থেকে দেশে ফিরে ছাত্রদলের ফুলেল সংবর্ধনা পাওয়াকে লালু নিজের রাজনৈতিক জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে অভিহিত করেন। আর ছাত্রদল নেতাকর্মীদের কাছে এই সংবর্ধনা ছিল প্রিয় নেতাকে ঘিরে ভালোবাসা ও আনুগত্য প্রকাশের এক অনন্য মুহূর্ত। সব মিলিয়ে গাবতলীর কলাকোপা আজাদ মঞ্জিলের এই সংবর্ধনা অনুষ্ঠান হয়ে উঠেছিল স্থানীয় বিএনপি রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
