সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:৩৩ পিএম

মোকারম ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ মুংলু মিয়াকে আর্থিক সহযোগিতা

Oplus_16908288
Oplus_16908288

বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামের অসুস্থ মোঃ মুংলু মিয়াকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে মোকারম ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছেন। অর্থাভাবে সঠিক চিকিৎসা না হওয়ায় দিন দিন তার শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছিল। পরিবারটি চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিল। এ অবস্থায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় মোকারম ফাউন্ডেশন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুংলু মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে তা সম্ভব হচ্ছিল না। আর্থিক সংকটে পড়ে পরিবারটি প্রায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল। এমন সময় মুংলু মিয়ার চিকিৎসার জন্য এগিয়ে আসেন মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বগুড়া জেলা মানবাধিকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বগুড়া ছাতাপট্টি ও লাইন বাজার ব্যবসায়িক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া কল্যাণ মাল্টিপারপাস লিমিটেডের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ।

মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবার কাজ। সমাজে যারা আর্থিকভাবে সামর্থ্যবান, তাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই মুংলু মিয়া দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।

আর্থিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী ও ফাউন্ডেশনের সদস্যরা। তাদের মধ্যে ছিলেন ওমর ফারুক বরাত, মন্জু ইসলাম, মানিক মিয়া, মনিরুজ্জামান মকু, জুবায়ের হাসান আল রাফি, রুহুল আমিন শান্ত প্রমুখ। তারা সকলেই এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

স্থানীয়রা জানিয়েছেন, মোকারম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কাজ করে আসছে। বিশেষ করে অসহায় মানুষদের চিকিৎসা সহযোগিতা, শিক্ষার উন্নয়ন ও দরিদ্র মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে এলাকার মানুষ ফাউন্ডেশনের কাজকে স্বাগত জানায় এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

মুংলু মিয়া ও তার পরিবার আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, আমরা এতদিন ভেবেছিলাম চিকিৎসা আর সম্ভব নয়। কিন্তু আল্লাহর রহমতে এবং মোকারম ফাউন্ডেশনের সহযোগিতায় এখন নতুন করে আশার আলো দেখছি। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপহার।

মোকারম ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে এলাকার মানবিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। মানবতার সেবাই প্রকৃত ধর্ম এই মূলমন্ত্রকে ধারণ করে মোকারম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এ উদ্যোগে একদিকে যেমন অসুস্থ মুংলু মিয়ার চিকিৎসা নিশ্চিত হলো, অন্যদিকে সমাজে একটি দৃষ্টান্ত সৃষ্টি হলো যে, একে অপরের পাশে দাঁড়ালে অনেক বড় সংকটই সহজে কাটিয়ে ওঠা যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print