জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির শুরুতেই বৃষ্টির বাগড়া। তীব্র বৃষ্টির কারণে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাই এই মাঠের আগামী দুই দিনের ম্যাচগুলো হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ রোববারের দ্বিতীয় ম্যাচে বগুড়ার মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও সিলেটের। সেটি পরিত্যক্ত হয়ে যায়৷
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যেনু ম্যানেজার জামিল।