সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১২:৩৩ এএম

নন্দীগ্রামে বেকারি কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার নন্দীগ্রামে আবাসিক এলাকায় বেকারি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে কড়াভাবে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নন্দীগ্রাম কলেজপাড়া আলামিন বেকারির কারখানাতে অভিযান চালায়।

এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, প্রস্তুতকৃত বিস্কিট, কেক ও অন্যান্য বেকারি আইটেমের মোড়কের গায়ে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং বিএসটিআই এর অনুমোদন না থাকাই কলেজ পাড়া এলাকার বেকারির মালিক আ: আজাদ (৪৩) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় বিচারকের সঙ্গে ছিলেন নন্দীগ্রাম সেনিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন সহ নন্দীগ্রাম থানা ফোর্স।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print