বগুড়ায় শুরু হয়েছে বহুল আলোচিত থ্রিলার ওয়েব সিরিজ ‘ডেড বডি’-এর শুটিং। তরুণ নির্মাতা মিনহাজুল রহমান প্রীতম এই সিরিজের রচনা, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্ব পালন করছেন। এক কথায় পুরো প্রজেক্টের নেপথ্য কারিগর তিনি।
সহকারী পরিচালক হিসেবে আছেন নওফেল আহমেদ, শুভ চৌধুরী ও ওহিদুর রহমান রবি।
সি-প্লে ওটিটি প্ল্যাটফর্মের ব্যানারে নির্মিতব্য এই ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী আকতারুল আলম তিনু, সুপিন বর্মন, বিধান রায়, তানভির আহমেদ মিঠু, শ্রাবণী অথৈ, আরশী মণ্ডল, সুমন চৌধুরীসহ অনেকে। এছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করছেন বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফয়সাল হোসাইন সনি।
৫ পর্বের এই ব্যতিক্রমী সিরিজের সিনেমাটোগ্রাফি করছেন আমির হামজা। জানা গেছে, বগুড়ার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক লোকেশনে সপ্তাহব্যাপী চলবে এর শুটিং।
ব্যবস্থাপনায় আছেন সজীব হোসেন, রিয়াদ আহমেদ নাফিস ও মেশকাতুল প্রিন্স।
আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে ওটিটি প্ল্যাটফর্ম সি-প্লে’তে মুক্তি পাবে ‘ডেড বডি’-র প্রথম খণ্ড।
সিরিজের বিশেষ চরিত্রে অভিনয় করা সাংবাদিক ফয়সাল হোসাইন সনি বলেন— “এটি আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। সাংবাদিকতার পাশাপাশি অভিনয়ে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করি দর্শকরা ভিন্ন স্বাদ পাবেন।”
পরিচালক মিনহাজুল রহমান প্রীতম বলেন—“‘ডেড বডি’ এমন একটি গল্প, যা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় বেঁধে রাখবে। আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক মান বজায় রেখে কাজটি সম্পন্ন করতে।”
