বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ছাত্রদলের দলীয় প্যাডে এই কমিটি দেওয়া হয়।
কমিটিতে সভাপতি সভাপতি শেখ শাকির ইবনে সাইখ রিচ, সাধারণ সম্পাদক গালিব আল মুগনি ও সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম ধ্রুবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া ছাত্রনেতারা জানান, ছাত্রদলের এমন গুরুত্বপূর্ণ পদে পদ পাওয়ায় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ জানান।
