বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পঁওতা নয়াপাড়া গ্রামে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসমর্থন তৈরির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় স্কুল মাঠে আয়োজিত এ বৈঠকে এলাকার নারী-পুরুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ময়দানহাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মানিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি গ্রামের উঠান বৈঠকে জনতার ব্যাপক সাড়া প্রমাণ করে, গ্রামেগঞ্জে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আর কোনো অপশক্তি ষড়যন্ত্র করে থামিয়ে রাখতে পারবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ শিবগঞ্জ-সহ সমগ্র বাংলাদেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিপুল ভোটে বিজয় নিশ্চিত হবে।
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেম সাঈদী সাহেবকে যখন ফ্যাসিস্ট হাসিনা হত্যা করলো, তখনও জামায়াত প্রতিবাদ করেনি। কারণ, তারা আওয়ামী লীগের সাথে মিলে ছিল।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, ইউনিয়ন বিএনপি নেতা রাসেল মাহমুদ সবুজ, পৌর যুবদল সভাপতি আবু শাহীন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, ছাত্রদল নেতা টিএম মোস্তাফিজুর রহমান, যুবদল সভাপতি আকরামুল আহসান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনসুর রহমান, সহ-সভাপতি বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আইনুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাহাজ্জদ হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে দুই গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। বৈঠকে বক্তারা উপস্হিত গ্রামবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
