অক্টোবর ১, ২০২৫ ১১:৫১ এএম

বগুড়ায় গ্রেফতারের সময় জনতার হামলায় ছুরিকাহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মিন্টু

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় গ্রেফতারের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু (৪৩)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শহরের মানিকচক এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লুৎফর রহমান মিন্টু বগুড়া শহরের মানিকচক কর্ণপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়ে মিন্টু দীর্ঘদিন জেলে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পেলেও গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান। শুক্রবার রাতে তার নিজ বাড়িতে ফেরার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে এলাকাটি ঘেরাও করে।

খবর পেয়ে শনিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার দেখিয়ে হেফাজতে নেওয়ার সময়ই দুর্বৃত্তরা হঠাৎ করে তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। তার শরীরের একাধিক স্থানে আঘাত লাগে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “লুৎফর রহমান মিন্টুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় যারা ছুরিকাঘাতে জড়িত, তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print