বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করা হয়েছে। তাঁর অপসারণ দাবিতে গণজমায়েত করেছে বিক্ষুব্ধরা।
রোববার সকালে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে একাট্টা হন রাজনৈতিক দলের নেতারা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ওমর ফারুক।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। এ ব্যাপারে অভিযুক্ত কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি অধ্যাপক শাহজাহান আলী তালুকদার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাবেক কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আলম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলনা সাইফুল ইসলাম প্রমুখ।