শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জনগণের সহযোগিতা ফাউন্ডেশন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে শহরের কালীতলা বাজার এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জনগণের সহযোগিতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু জাহিদ সিদ্দিকের সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি আদর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইনুর রহমান।
জনগণের সহযোগিতা ফাউন্ডেশনের সভাপতি আদর রহমান জানান, শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রায় শতাধিক অসহায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি উপহার সামগ্রীর ব্যাগে ছিলো নারিকেল, চিড়া, মুরি, গুড়, ঘই ও মুরকি ইত্যাদি।
এসময় আরো উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সদস্য রিংকু পোদ্দার, ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রিপন, যুগ্ম সাঃ সম্পাদক সালাম শেখ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম পোটল, শহর ছাত্রদলের সহ সভাপতি মেহেদী হাসান, শহর ছাত্রদলের সহ সাঃ সম্পাদক অরিক রেজা, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, শহর ছাত্রদলের সৈকত, পাভেল, সুমিত, সাজেদুল, মুন্না, মুন,ওয়ার্ড যুবদলের কামাল মন্ডল,
বিশিষ্ট ব্যবসায়ি ওবায়দুল হাসান সোহেল, রাকিব হাসান সোহাগ প্রমূখ।