অক্টোবর ১, ২০২৫ ১:৫৫ এএম

পোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

নওগাঁর পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার কৃষক প্রশিক্ষণ হলরুম মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম।

উদ্বোধনী শেষে উপজেলার বিভিন্ন ইউসিনয়নের ৩৭০জন কৃষককের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া এবং বসতবাড়িতে সবজি চাষ উৎপাদনের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ।

এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ্ নিয়ামত উল্লাহ্, আফজাল হোসেন, সামিউল ইসলাম, আকমাল হোসেন সহ কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print