বগুড়া সদরের এরুলিয়া এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ শতাধিক সচেতন নাগরিক।
সমাজসেবক শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুস সালাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। এই সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আমিনুর ইসলাম, মাওলানা সুলতান আলী, ব্যাংকার আফজাল হোসেন, মাওলানা শহীদুল ইসলাম, হাজি মারুফ বিল্লাহ, আমিনুল ইসলাম বাবু, সমাজসেবক মিজানুর রহমান, আবু হুরায়রা, মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ র্যালির মাধ্যমে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।