বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুই দিনব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার গোপালনগর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ইউনিয়ন পরিষদ ও রাস্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফলজ, বনজ ও শোভাবর্ধক বৃক্ষ রোপণ করা হয়।
এই কর্মসূচির আওতায় রুল পাম ট্রি, কোকো ক্লোভা, খেজুর, নারিকেল, আম, কাঠাল, কৃষ্ণচূড়া, শিউলি, চন্দন, রাধাকৃষ্ণ, জবা, পাতাবাহার, গন্ধরাজ, হাসনাহেনাসহ অন্তত ২০টি উন্নত জাতের প্রায় ৩০০টি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করা হয় গোপালনগর ইউ.এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে রুল পাম ট্রি ও কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের অন্যতম পৃষ্ঠপোষক ও উপদেষ্টা ডাঃ আরিফুর রহমান ফারুক, উপদেষ্টা ড. ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, জাকির হোসেন লিখন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সারাদেশব্যাপী লক্ষাধিক চারারোপণকারী প্রকৃতি প্রেমী প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, প্রকৃতি প্রেমী আসাদুল ইসলাম আশা, সহ-সভাপতি আব্দুর রাকিব সনেট, সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাবিলা তাবাচ্ছুমসহ ট্রাস্টের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের উদ্যোগে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা ও সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।