অক্টোবর ৫, ২০২৫ ৩:২৪ এএম

বগুড়ায় উলামা মাশায়েখ পরিষদ : 

৫৪ বছরের সরকার দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারেনি

উলামা মাশায়েখ পরিষদের নেতারা বলেছেন, আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মহানবীর জীবনাদর্শের কোন বিকল্প নেই। স্বাধীনতার ৫৪ বছরে কোন সরকার দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারেনি। দীর্ঘদিনের বাঞ্চনা ও দুর্নীতির বিপরীতে জামায়াতের সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেশের মানুষকে আশাবাদী করে তুলেছে।

শনিবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে উলামা মাশায়েখ পরিষদের সিরাত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন। সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারী মাওলানা ড. মাওলানা আবু সালেহ মামুন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জামিয়া ইসলামিয়া আল আকাবার অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো: বেলাল হোসাইন।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আজিজুল হক কলেজের আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুনিরুজ্জামান ইউসুফী। আলোচনা পেশ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান, কারবালা মাদ্রাসা বগুড়ার শায়খুল হাদীস মুফতি মাওলানা ফজলুল করিম রাজু, জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন উলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, মাওলানা আব্দুল হালিম বেগ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়ার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট আল আমিন, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাওলানা সাইদুল ইসলাম, ড. মাওলানা আব্দুল বারী রশিদী প্রমুখ। পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী জুলকারনাইন রায়হান এবং নাতে রাসুল পেশ করেন আব্দুল্লাহ হিসাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print