বগুড়ার গাবতলীতে বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও এলাকায় এঘটনা ঘটে।
নিহত শেফালি বেগম (৫৫) ওই এলাকার দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। হঠাৎ বজ্রপাত হলে তিনি মাঠেই পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম জানান, “আমি নদীর এপারে বসে ছিলাম। হঠাৎ বজ্রপাতের তীব্র শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি, মাঠের মাঝে তিনি নিস্তেজ হয়ে পড়ে আছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বলেন, “শেফালি বেগম মাঠে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।”
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “বজ্রপাতে একজন নারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় বজ্রপাতের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
