ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

শাজাহানপুরে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের নয়মাইল বন্দরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় আধা ঘণ্টাব্যাপী মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ৫ অক্টোবর বিকেলে মাদ্রাসা চত্বরে আওয়ামী দোসর পরিচয়ে এবং অনিয়ম–দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলে আড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও তাঁর বাবা আবুল খায়েরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নিজের ব্যক্তিগত স্বার্থে অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন।

অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা বলেন,“আমরা এ ঘটনার বিচার দাবি করছি। আগামী দিনে আমাদের অধ্যক্ষের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক অপবাদ ছড়ালে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

এ বিষয়ে বামুনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেন বলেন,“আমি মাত্র দেড় বছর আগে অধ্যক্ষ পদে যোগদান করেছি। যোগদানের পর থেকে মাদ্রাসায় কোনো জনবল নিয়োগ করা হয়নি। গভর্নিং বডির এডহক কমিটি গঠনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে তিন সদস্যের একটি প্যানেল জমা দেওয়া হয়েছে। কোনো কাজেই স্বেচ্ছাচারিতা করা হয়নি। তারপরও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণা চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print