অক্টোবর ১৫, ২০২৫ ৫:৫৫ এএম

নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Oplus_16908288
Oplus_16908288

“আমি কন্যাশিশু, সমাজগড়ি, সাহস গড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে সোমবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, সববায় অফিসার ঝর্না রানী দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা লুপা, ইউআরসি ইন্সট্রাক্টর সামসুল আলম প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যাশিশুরাসহ তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত আলোচনা সভায় কন্যাশিশুদের সুরক্ষিত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print