অক্টোবর ১৫, ২০২৫ ৫:৫৫ এএম

আদমদীঘিতে মায়ের উপর অভিমান করে মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

Oplus_16908288
Oplus_16908288

 

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত কীটনাশক খেয়ে মোঃ মোহন (০৯) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নশরতপুর লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোহন ওই গ্রামের মহসিন আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার নশরতপুর ইউপির নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতেন মোহন। মাদ্রাসা থেকে ছুটি নিয়ে কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মা তাকে মাদ্রাসায় রেখে আসতে চায়। এসময় মোহন মাদ্রাসায় যাবে না বলে মার সাথে কথা-কাটাকাটি করে। একপর্যায়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে সবার অজান্তে মার উপর অভিমান করে বাড়ির পার্শ্বে ধান ক্ষেতে দেওয়া তরল কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সো নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

আদমদীঘি থানার উপ পরিদর্শক বাবুল আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print