অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩৯ পিএম

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর মিছিল: আইসিইউতে শেষ নিঃশ্বাস, পাঁচজনের সবারই মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। সর্বশেষ রোববার (১২ অক্টোবর) মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০)। এর মধ্য দিয়ে বিষাক্ত মদে আক্রান্ত পাঁচজনের সবাই মারা গেলেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ।

নিহত ব্যক্তিরা হলেন- শাজাহানপুরের খোট্টাপাড়া এলাকার কৃষক মিজানুর রহমান মণ্ডল লিটন (৫০), সোনারপাড়া এলাকার সিএনজি চালক

নাছিদুল ইসলাম (২৭), খোট্টাপাড়া পূর্বপাড়া এলাকার ট্রাক চালক আবদুল মানিক আকন্দ (৩০), সিএনজি চালক আবদুল্লাহ আল কাফী (৩০) ও আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালার পূজামণ্ডপের পাশে একসঙ্গে মদপান করেন ওই পাঁচজন। পরদিন সকাল থেকেই তাদের শরীরে বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়।

জানা যায়, পূজার উৎসবে তারা রেকটিফায়েড স্পিরিট পান করেছিলেন, যা বিষাক্ত ছিল। অসুস্থ অবস্থায় সবাইকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে মৃত্যুবরণ করেন সবাই।

পুলিশ আরো জানায়, গত ৭ অক্টোবর মারা যান মিজানুর রহমান মণ্ডল লিটন, ৯ অক্টোবর নাছিদুল ইসলাম, ১০ অক্টোবর দুপুরে আবদুল মানিক আকন্দ ও বিকালে আবদুল্লাহ আল কাফী, ১২ অক্টোবর রাতে রঞ্জু মিয়া।

শজিমেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত মদপানের ফলে কিডনি বিকল হয়ে গেছে আক্রান্তদের, যার ফলে মৃত্যু হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, লিটন ছাড়া বাকি চারজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রঞ্জু মিয়ার মরদেহও ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print