অক্টোবর ২০, ২০২৫ ৭:৪১ পিএম

জন্মদিনে মানবিক দৃষ্টান্তঃ অসহায় রোগীর পাশে মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান

মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বগুড়ার মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদ। নিজের জন্মদিন উপলক্ষে তিনি পাশে দাঁড়িয়েছেন এক অসহায় রোগীর, যিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার (২০ অক্টোবর) সকালে জাহিদুল ইসলাম জাহিদ হাসপাতালে গিয়ে ওই রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি রোগীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ ওষুধপত্র, চিকিৎসা খরচ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার নিশ্চয়তা দেন।

জানা যায়, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে সবসময় থাকার জন্যই জাহিদুল ইসলাম জাহিদ ইতোমধ্যে এলাকায় একজন “সাদা মনের মানুষ” হিসেবে পরিচিতি পেয়েছেন। মোকারম ফাউন্ডেশনের উদ্যোগে তিনি বিভিন্ন সময় দরিদ্র পরিবারের চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ, শীতবস্ত্র প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

নিজের জন্মদিনে এমন একটি উদ্যোগ সম্পর্কে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “জন্মদিন মানে কেক কাটা বা উৎসব নয়, মানুষের মুখে হাসি ফোটানোই আমার আনন্দ। অসহায় মানুষের পাশে থাকতে পারাই জীবনের সবচেয়ে বড় উপহার।”

তার এই মানবিক উদ্যোগে স্থানীয় মানুষজন ও সামাজিক সংগঠনগুলো প্রশংসা জানিয়েছে। তারা মনে করেন, সমাজে যদি আরও মানুষ জাহিদুল ইসলাম জাহিদের মতো এগিয়ে আসে, তাহলে মানবতার আলোকিত দৃষ্টান্ত আরও বিস্তৃত হবে।

জন্মদিনে এমন দৃষ্টান্ত স্থাপন করে জাহিদুল ইসলাম জাহিদ প্রমাণ করেছেন—মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছাই জীবনের সবচেয়ে বড় উদযাপন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print