বগুড়ার শাজাহানপুরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের মাঝে ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২২জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপকরণ হিসেবে ১৫জন নিবন্ধিত জেলেদের এই ভ্যান গাড়ি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রকৌশলী ঈসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীরসহ অনেকেই।
উপজেলা মৎস্য দপ্তরে তথ্য মতে, রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা নিবন্ধিত ১৫ জন দরিদ্র জেলের মাঝে উপকরণ হিসেবে ১৫টি ভ্যান বিতরণ করা হয়।
এনসিএন/এমআর
