বগুড়ার শাজাহানপুরে খাউড়া ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৩) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার জালশুকা খাউড়া ব্রিজের নিচ থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয় বলে জানান শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে খাউড়া ব্রিজের নিচে কচুরিপানার সঙ্গে লাশ দেখতে পেয়ে তারা থানা পুলিশকে জানায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য উপজেলা থেকে নদীর পানিতে অজ্ঞাত লাশটি খাউড়া ব্রিজে ভেসে এসেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত লাশটির শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।
