বগুড়ার শাজাহানপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ জুন) সকাল ৯টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত র্যালী নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
এদিন অংশ নেন সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
