ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

ধুনটে আঃলীগ সভাপতি, সাঃ সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর নামে নাশকতা মামলা ঘিরে নানা প্রতিক্রিয়া

বগুড়ার ধুনটে পলাতক আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনিসহ ৩৫ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেছেন, গত ৩০ নভেম্বর রাত পৌনে ২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনির নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির করে।

এদিকে গত ২০২৪ সালের ৫ আগষ্ট গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছে ধুনট উপজেলা আওয়ামীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পলাতক এসব নেতাকর্মীদের নামে মামলা হওয়ায় বিএনপি, ছাত্রদল ও জামায়াত ইসলামের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ ফেসবুক ওয়াল থেকে বিরুপ মন্তব্য করেছেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম মন্তব্য করেছেন, এ সমস্ত মামলা করে ইনোসেন্ট ব্যক্তিরা যেন হেনস্তা না হয়, এ ব্যাপারে খেয়াল রাখা দরকার। এতে করে ধুনটের ঐক্যের বিনষ্ট হবে বলে আমি মনে করি। মিথ্যা মামলা দিয়ে সত্যকে জয় করা যায় না। অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার।

গণ-অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ও উপজেলা ছাত্রদল নেতা রুহুল আমিন নোমান লিখেছেন, ধুনট থানায় বর্তমান সময়ে দায়ের কৃত একটি রাজনৈতিক মামলার কারনে ধানের শীষের ৫০ হাজার ভোটার প্রভাবিত হয়েছে। তিনি পরিস্থিতি অনাকাঙ্খিত ও উদ্বেগজনক দাবী করেছেন। এছাড়াও আরো অনেকেই মামলাটি বানিজ্য হিসাবে মন্তব্য করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেছেন, ধানের শীষের ভোটের ক্ষতি করতে বিএনপির একটি অংশ মিথ্যা মামলা করেছে। এ মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির বেশ কিছু নেতাকর্মীকেও আসামী করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে।আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্তের অযুহাত দেখিয়ে বিস্তারিত জানাতে অনিহা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print