ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে বাড়ির পাশে পুকুরের পানি ডুবে আমেনা খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৬ জুন) সকালে জেলার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেড় বছরের শিশু আমেনা ঐ গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

নিহত শিশু আমেনার পরিবার সুত্রে জানা গেছে, শিশু আমেনা সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। পরিবারের লোকের অগোচরে খেলার সময় শিশু আমেনা পুকুরে গড়ে পরে ডুবে যায়।

এরপর স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক শিশু আমেনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

ধুনট উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকল অফিসার (আরএমও) আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, পানিতে পড়া শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সে মারা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print