ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ

বগুড়ায় সুবিধাভোগীদের মাঝে সরকারি অনুদানে গরু-ছাগল বিতরণ

বগুড়ায় সুবিধাভোগীদের মাঝে সরকারি অনুদানে গরু-ছাগল বিতরণ
বগুড়ায় সুবিধাভোগীদের মাঝে সরকারি অনুদানে গরু-ছাগল বিতরণ। ছবি: এনসিএন

ন্যাশনাল এগ্রিকালচার টেকনিক্যাল প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে বুধবার বিকাল ৪টায় কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে গরু ছাগল প্রদান করা হয়েছে।

সরকারী ৭০ শতাংশ অনুদানের টাকায় ৫৬ টি গরু ও ৭ টি ছাগল দেয়া হয়েছে। মোট ৬৩ টি গরু-ছাগলে ৩৩ লাখ হাজার সরকারি অনুদানের দেওয়া হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের আওতায় ৯ টি সমিতির সুবিধাভোগীরা মাত্র ৩০ শতাংশ টাকা প্রদান করে এই গরু-ছাগল পেয়েছেন। গরু-ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, মোছাঃ রওশন আরা।

এদিন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তফা কামাল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print