বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত সিফাত (১১) উপজেলার অননতবালা গ্রামের মোঃ ইনসান মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে রায়নগর ইউনিয়নের মহাস্থান জাদুঘরের বাঁশের ব্রিজের কাছাকাছি এলাকায় গোসলে নেমে মৃত্যু হয় সিফাতের।
বিস্তারিত আসছে…
