বগুড়ার আদমদিঘী উপজেলায় দেনার দায়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় স্থানীয় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, দেনার দায়ে আত্মহত্যাকারী ব্যক্তির নাম বিধান বর্মন (৫০)। তিনি কাহালু উপজেলার আদমদীঘির নসরতপুরের পুশিন্দা হিন্দুপাড়ার অনিল বর্মনের ছেলে। একই এলাকার মেসার্স তৃপ্তি ট্রেডার্স নামের রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান আছে তার।
রোববার (৩ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার মুরইলে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী বিধান বর্মন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমান টাকা ঋণ নিয়েছিলেন। তবে ব্যবসা খারাপ হওয়াতে দেনা পরিশোধ করতে গিতে চাপে পড়ে যান তিনি। এতে গেল কয়েকদিন ধরেই আত্মগোপনে ছিলেন বিধান। এসময় পাওনাদার ব্যক্তিরা টাকার জন্য তার বাড়ি থেকে গরু নিয়ে যায়।
আজ সকালে তার ব্যবসায় প্রতিষ্ঠানে পাওনাদাররা এসে টাকার জন্য চাপ দিলে পাশের ঘরের গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
আত্মহত্যার খবর দুপুর ১২টার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে প্রেরণ করে পুলিশ।
