ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ

ধুনটে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

ধুনটে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
ধুনটে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২। ছবি: এনসিএন

বগুড়ার ধুনট উপজেলার দিঘলকান্দিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দিঘলকান্দি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার দিঘলকান্দি উত্তরপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মোঃ সবুজ হোসেন (২৪)। অপরজন সিরাজগঞ্জের চর ভানুডাঙ্গার মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে রুবেল মিয়া (২৫)।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জেল গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও ধুনট থানায় পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print