ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ণ

শাজাহানপুরে বাসের চাপায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

শাজাহানপুরে বাসের চাপায় পিষ্ট মোটরসাইকেল আরোহী
শাজাহানপুরে বাসের চাপায় পিষ্ট মোটরসাইকেল আরোহী। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে নয়মাইলে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে একজন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ৬ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সাকিব হাসান (১৯) উপজেলা আড়িয়া ইউনিয়নে জামালপুর গ্রামের ছেলে রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া আইআইটিবি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র ছিলেন।

এতে মোটরসাইকেল চালক সানি আহম্মেদ(১৭) গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তাঁরা একসঙ্গে জামালপুর থেকে মোটরসাইকেলে করে বি-ব্লক যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতবেগে উল্টো পথে আসা ঢাকামুখী এম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল সহ আরোহী বিশ্বরোডে পড়ে যায়।

পরে বগুড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ি পরিবহনের (রাজবাড়ি- ব১১-০০৪৯) সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাকিব হাসান নিহত হন।পাশেই পড়ে থাকা মোটরসাইকেল চালক কে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন,এঘটনায় হাইওয়ে পুলিশ গিয়ে যাত্রীবাহী বাস ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print