ডিসেম্বর ১, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ণ

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবন নিয়ে বিরোধে, যুবকের আত্মহত্যা

বগুড়ার নদীগ্রামে গাঁজা সেবন নিয়ে বিরােধ, যুবকের আত্মহত্যা
বগুড়ার নদীগ্রামে গাঁজা সেবন নিয়ে বিরােধ, যুবকের আত্মহত্যা। ছবি: এনসিএন

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবন নিয়ে বিরোধের জের ধরে বিপ্লব হোসেন (১৯) নাম এক যুবক আত্মহত্যা করে।

সোমবার (১১ জুলাই) সকালে তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিপ্লব হোসেন নদীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের হারেজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, ঈদের দিন (১০ জুলাই) সন্ধ্যার পর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লব হোসেন ও তার বন্ধু ফিরোজ হোসেন গাঁজা সেবন করেন। গাঁজা সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধে দেখা দিলে দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনা জানাজানি হলে রাতে বিপ্লবকে তার পরিবার শাসন করে।

সেই অভিমানে ভোর রাতে বিপ্লব তার ঘরের বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নদীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ পুলিশ হেফাজত রয়েছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহনের প্রক্রিয়া চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print