বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য করায় বগুড়ায় অভিযান চালিয়ে দু’টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। পাশাপাশি চারটি দোকানে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযানটি পরিচালনা করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। এসময় তাকে সহযোগিতা করে জেলা পুলিশ ও নেসকোর সদস্যরা।
এদিন বিষয়টি নর্থ ক্যাপিটাল নিউজকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
সজিব মিয়া বলেন, ‘সরকারি আদেশ অমান্য করায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাত ৮টার পর বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে দোকান, শপিংমল খোলা রাখার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। পাশাপাশি দন্ডবিধি ১৮৬০ ধারায় অর্থদন্ড দেয়া হয়েছে।’
এনসিএন/এআইএ
