ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

বগুড়ায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

২৩ জুলাই থেকে ২৯ পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। সারাদেশের মতো বগুড়াতেও পালিত হবে এই কর্মসূচি।

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে রাজশাহী বিভাগের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।

শুক্রবার এ বিষয়টি নর্থ ক্যাপিটাল নিউজকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ।

তিনি বলেন, নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে মানুষকে সচেতন ও সম্পৃক্ত করতে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ‘বগুড়ায় সারা বছরে মাছের লক্ষ্যমাত্রা ৮৪ হাজার মেট্রিক টন। তবে সেখানে উৎপাদন হয়েছে ৯৭ হাজার মেট্রিক টন। যার অধিকাংশই মিঠা পানির মাছ। এর মধ্যে রয়েছে পাবদা, রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছগুলো।’

বগুড়ায় সারা বছরে মাছের ১ লাখ ৩০ হাজার রেণু উৎপাদন হয়েছে। ফলে দেশের সীমানা ছাড়িয়ে ভারতেও মাছের রেণু রপ্তানি করা হচ্ছে বলেও জানিয়েছেন কবীর আহম্মেদ।

মৎস্য কর্মকর্তার কথায়, স্বাদের বিবেচনায় পুকুরের মাছের তুলনায় নদীর মাছের স্বাদ ভিন্ন। তবে প্রান্তিক অঞ্চলগুলোতে যেভাবে মাছ চাষীর সংখ্যা বাড়ছে তাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারবে।

এনসিএন/এআইএ

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print